About Us

সৌন্দর্যের লীলাভূমি ও অফুরন্ত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের অতীত মহান ছিল। একটা সময় আমরা ছিলাম পৃথিবীর ষষ্ঠ সমৃদ্ধিশালী দেশ। আমাদের ভবিষ্যৎও হবে মহান, দেশ নিয়ে আমাদের আছে স্পষ্ট মনছবি—ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। কেমন বাংলাদেশ চাই? দেশ নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশা—

  • বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের সেরা ১০ সমৃদ্ধ জাতির একটিতে। গবেষণা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও ক্রীড়া—সব ক্ষেত্রেই প্রথম সারিতে দেশ।
  • শিল্পায়ন শুধু ঢাকা বা চট্টগ্রামকেন্দ্রিক নেই। দেশজুড়েই একের পর এক গড়ে উঠেছে সুপরিকল্পিত, সবুজে ঘেরা আধুনিক শিল্পশহর। যেখানে নির্মিত হচ্ছে বিশাল বিশাল ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রো, যানবাহন, রেল, হেলিকপ্টার, ড্রোন, বিমান, জাহাজসহ প্রয়োজনীয় সব পণ্য।
  • প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নতি হলেও তা ব্যবহৃত হচ্ছে শুধু মানুষের কল্যাণে। ডিজিটাল ডিভাইস ও সোশ্যাল মিডিয়ার কুফল সম্পর্কে সচেতন হয়েছে তরুণসমাজ। ফলে তারা এসব প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার বদলে এগুলোকে রাখতে পারছে নিজেদের নিয়ন্ত্রণে।
  • দেশের শিক্ষাব্যবস্থা স্রেফ জিপিএ-৫ বা মার্কসভিত্তিক নেই, পরিণত হয়েছে দক্ষতামুখী শিক্ষাব্যবস্থায়। বিশ্ববিদ্যালয়গুলোয় কেবল জ্ঞান বিতরণই হচ্ছে না, জ্ঞানও সৃষ্টি হচ্ছে। গবেষণার অপার সুযোগ তৈরি হয়েছে। ফলে উন্নত দেশ থেকেও শিক্ষার্থীরা দলে দলে বাংলাদেশে আসছেন উচ্চতর ডিগ্রি নিতে।
  • দেশে মেধাবিকাশের সমান সুযোগ পাচ্ছে সবাই। ফলে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে দেশের মানুষ। বাংলাদেশ পরিণত হয়েছে উদ্যোক্তার দেশে, উন্নীত হয়েছে বিশ্ববাণিজ্যের শীর্ষে। দেশের সীমানা ছাড়িয়ে উদ্যোক্তারা ছড়িয়ে পড়েছেন সারা বিশ্বে।
  • দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি বিশ্বের বুকে স্থাপন করেছে অনন্য নজির। ফিরে এসেছে নিরাপত্তা সহানুভূতি সহমর্মিতার হারানো সময়। শিশু, নারীসহ সব মানুষ দিনের যেকোনো সময় দেশের যেকোনো স্থানে নিজেদের নিরাপদ ভাবতে পারছে।
  • চিকিৎসাব্যবস্থায় প্রভূত উন্নতি হয়েছে, কমেছে চিকিৎসার ব্যয়। ফলে বাংলাদেশের মানুষ দেশেই চিকিৎসা নিচ্ছে শুধু নয়, বাইরের দেশ থেকেও মানুষ বাংলাদেশে আসছেন উন্নত চিকিৎসার প্রয়োজনে।
  • দেশে কোনো লোডশেডিং নেই। গ্যাস, পানি ও বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন ব্যবস্থায় আধুনিকায়নের ফলে এগুলোর সরবরাহ থাকছে নিরবচ্ছিন্ন। দ্রুতগতির ইন্টারনেটে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি বাংলাদেশ।